সিঙ্গাপুরে ফ্লাইট বৃহস্পতিবার থেকে

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৮, ২০২১, ১২:০৩ এএম

সিঙ্গাপুরে ফ্লাইট বৃহস্পতিবার থেকে

ঢাকা থেকে সিঙ্গাপুরের সরাসরি ফ্লাইট শুরু হতে যাচ্ছে বৃহস্পতিবার (২৮ অক্টোবর)। বুধবার (২৭ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

করোনা মহামারির কারণে প্রায় ছয় মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে সিঙ্গাপুরে পুনরায় ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ১২ নভেম্বর পর্যন্ত সপ্তাহে একদিন কেবল প্রতি বৃহস্পতিবার এবং ১৩ নভেম্বর থেকে সপ্তাহে তিনদিন প্রতি শনি, মঙ্গল ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালনা করবে বিমান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা থেকে স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুরের উদ্দেশে ছেড়ে যাবে বিমানের ফ্লাইট। সিঙ্গাপুর থেকে ফিরতি ফ্লাইট যাত্রা করবে সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে।

সিঙ্গাপুর যাওয়ার ক্ষেত্রে অবশ্যই যাত্রীদের সিঙ্গাপুর কর্তৃপক্ষ থেকে দেশটিতে প্রবেশের অনুমতিপত্র নিতে হবে এবং অনুমোদিত করোনা টিকার পূর্ণ ডোজ নিতে হবে। ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকার, সেরামের কোভিশিল্ড, সিনোফার্ম, সিনোভ্যাক টিকার যেকোনো একটির দুই ডোজ এবং জনসনের টিকার ক্ষেত্রে এক ডোজ নেয়ার কমপক্ষে ১৪ দিন পর সিঙ্গাপুরে যাওয়া যাবে।

Link copied!