সিডনিতে গাড়ির ভেতর ৫ ঘণ্টা থেকে গরমে মারা গেল বাংলাদেশি শিশু

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৩, ২০২৩, ১১:১৮ পিএম

সিডনিতে গাড়ির ভেতর ৫ ঘণ্টা থেকে গরমে মারা গেল বাংলাদেশি শিশু

অস্ট্রেলিয়ার সিডনিতে গাড়িবন্দী অবস্থায় প্রচণ্ড গরমে তিন বছর বয়সী এক প্রবাসী বাংলাদেশি শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সিডনির স্থানীয় সময় বেলা তিনটায় গ্ল্যানফিল্ডের রেলওয়ে প্যারেডে এ ঘটনা ঘটে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, শিশুটির বাবা-মা ২ জনই বাংলাদেশি। শিশুটির বাবা বড় ছেলেকে স্কুলে পৌঁছে দেওয়ার সময় ছোট শিশুটিকেও গাড়িতে করে নিয়ে যান। বড় ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পর তিনি ছোট শিশুটিকে গাড়ি থেকে নামাতে ভুলে যান।  

প্রায় ৫ ঘণ্টা পর বড় ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার সময় ছোট শিশুটির কথা তার মনে পড়ে। তখন তিনি শিশুটিকে গাড়ির ভেতর অচেতন অবস্থায় দেখতে পান। ওই সময় সেখানকার তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। খবর পেয়ে পুলিশ এবং প্যারামেডিকরা এসে শিশুটিকে মৃত ঘোষণা করে।

এ সময় গ্ল্যানফিল্ডের তাপমাত্রা প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস ছিল।

শিশুদের গাড়িতে একা না রেখে যাওয়ার জন্য বারবার সতর্কবার্তা জারি করে দেশটির সড়ক বিভাগ। বলা হয়, গ্রীষ্মকালে গাড়ির ভেতরের তাপমাত্রা বাইরের চেয়ে দ্বিগুণ হয়ে যায়। আর এ ধরনের দুর্ঘটনা অস্ট্রেলিয়ায় অনেক ঘটতে দেখা যায়। গত বছর এ ধরনের চার হাজারের বেশি দুর্ঘটনা রেকর্ড করা হয়।

Link copied!