বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যথাক্রমে শাহ আলম ও রুহিন হোসেন প্রিন্স নির্বাচিত হয়েছেন।
দলটির কেন্দ্রীয় নেতা সাজেদুল হক রুবেল জানান, দ্বাদশ কংগ্রেসের মাধ্যমে নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির এক বৈঠকে আজ শুক্রবার নতুন এই শীর্ষ নেতৃত্ব নির্বাচন করা হয়।
এতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মিহির ঘোষ।
এ ছাড়া শাহিন রহমান, শামসুজ্জামান সেলিম, এ এন রাশেদা, শাহ আলম, প্রিন্স ও মিহির আগামী চার বছরের জন্য সিপিবির প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হয়েছেন।
নতুন সভাপতি শাহ আলম বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক এবং নতুন সাধারণ সম্পাদক প্রিন্স দলের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য ছিলেন।
৩০ বছর পর মুজাহিদুল ইসলাম সেলিমকে ছাড়াই সিপিবি তার শীর্ষ নেতৃত্ব নির্বাচন করল।
সোভিয়েত ইউনিয়নের পতনের পর বেশিরভাগ নেতা দল ছেড়ে যাওয়ার পর ১৯৯৩ সাল থেকে সেলিম হয় দলটির সাধারণ সম্পাদক অথবা সভাপতি ছিলেন।
তবে ৪৩ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটিতে আছেন সেলিম।