সীতাকুণ্ড ট্রাজেডি: আরও একজনের দেহাবশেষ উদ্ধার

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৩, ২০২২, ০৬:৩৫ পিএম

সীতাকুণ্ড ট্রাজেডি: আরও একজনের দেহাবশেষ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে বিস্ফোরণে আরও একজনের দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৯ জন।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কনটেইনার ডিপোর ভেতরে মাঝামাঝিতে উত্তর–দক্ষিণে প্রায় ৬০০ মিটার দৈর্ঘ্যের একটা টিনশেড ভবন আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই ভবনের চাল এবং পিলারগুলো ভেঙে দুমড়েমুচড়ে পড়ে আছে। সেগুলো পরিষ্কার করছিলেন ডিপোর শ্রমিকেরা। টিনশেডের ভেতরে দেহাবশেষটি দেখে ডিপোর শ্রমিকেরা ফটকে দায়িত্বরত পুলিশ সদস্যকে জানান। পরে পুলিশ গিয়ে দেহাবশেষটি উদ্ধার করে।

তিনি আরও বলেন, “যেহেতু আলাদা স্থান থেকে এই দেহাবশেষ উদ্ধার করা হয়েছে, তাই এটি পৃথক কোনো ব্যক্তির দেহাবশেষ হতে পারে। ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে ডিএনএ টেস্টের জন্য দেহাবশেষটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

উল্লেখ্য, শনিবার রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীসহ এখন পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়েছে।

Link copied!