সীতাকুণ্ডে অগ্নিকান্ড: উদ্ধারকাজে সেনাবাহিনী

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৫, ২০২২, ১০:২১ এএম

সীতাকুণ্ডে অগ্নিকান্ড: উদ্ধারকাজে সেনাবাহিনী

চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি বিএম কনটেইনার ডিপোতে লাগা আগুন গত ১২ ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি। সেখানে অগ্নিনির্বাপন ও উদ্ধার তৎপরতায় কাজ করছে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট। ফায়ার সার্ভিসের সঙ্গে সেনাবাহিনীর একটি টিম উদ্ধার কাজে যোগ দিয়েছে। আগুণের ব্যাপকতা ক্রমশই বাড়তে থাকায় রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশনায় সেনাবাহিনীর একটি দক্ষ টিম উদ্ধারকাজে যোগ দিলো। এই টিমে দেড় থেকে দুইশ সেনা সদস্য রয়েছেন। সকালে ঘটনাস্থল পরিদর্শন করে বিভাগীয় কমিশনার তথ্যটি নিশ্চিত করেন। পরে সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল আরিফের নেতৃত্বে ৬০ সদস্যের আরেকটি দল উদ্ধার অভিযানে যায়। 

Link copied!