সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৪, আহত শতাধিক

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৫, ২০২২, ০১:৩১ এএম

সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৪, আহত শতাধিক

ভয়াবহ এক বিস্ফোরণ ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত সোনাইছড়ি বিএম কনটেইনার ডিপোতে। শনিবার রাত ১১টার দিকে ওই বিস্ফোরণে তাৎক্ষণিকভাবে চারজন নিহত এবং শতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। হতাহত ব্যক্তিদের মধ্যে ডিপোর শ্রমিকদের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দ বহু দূর থেকে শোনা গেছে।  

হতাহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এই ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে বলে হাসপাতালের সহকারী পরিচালক রাজীব পালিত নিশ্চিত করেছেন। এ ছাড়া আহত অন্তত ৬০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম জানিয়েছেন।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দিবাগত রাত নয়টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোর লোডিং পয়েন্টের ভেতরে আগুন লাগে। কুমিরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

রাত পৌনে ১১টার দিকে এক কনটেইনার থেকে অন্য কনটেইনারে আগুন ছড়িয়ে পড়ে। একটি কনটেইনারে রাসায়নিক থাকায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ঘটনাস্থল থেকে অন্তত চার কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। আশপাশের বাড়িঘরের জানালার কাচ ভেঙে পড়ে।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, বিস্ফোরণে তাঁদের থানার কনস্টেবল তুহিনের এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আরও অন্তত পাঁচ কনস্টেবল, ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোতাহার হোসেন এবং শিল্প পুলিশের একাধিক সদস্য আহত হয়েছেন। এ ছাড়া ফায়ার সার্ভিসের এক সদস্য আহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের মেডিকেলের মর্গের সামনে এ ঘটনায় নিহত কয়েক জনের লাশ দেখা যায়। 

Link copied!