জুন ৬, ২০২২, ১১:৪০ এএম
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপোতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় শনিবার রাত ১০টা। আগুন লাগার প্রায় ৩৮ ঘন্টা পার হয়ে গেলেও এখনো আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। ঘটনাস্থল থেকে দ্য রিপোর্টডটলাইভের রিপোর্টার তৌফিক হাসান জানিয়েছেন, এখনো ৮ থেকে ১০টি কনটেইনারে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে। ফায়ার সার্ভিসের সঙ্গে সেনাবাহিনীর একটি দলও আগুন নিয়ন্ত্রণে রবিবার দুপুর থেকে কাজ করছে।
ওদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে হতাহতদের স্বজনরা ভিড় করেছেন। নিহতদের পরিচয় সনাক্তে পরিবারের সদস্যদের ডিএনএ সংগ্রহ করছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষ। এ কাজে স্বজনদের লালা, রক্ত এবং চুলের নমুনা সংগ্রহ করা হচ্ছে। এ জন্য হাসপাতালের সামনে দীর্ঘ লাইন দেখা গেছে। পুলিশ সারিবদ্ধভাবে স্বজনদের নাম লিপিবদ্ধ করছেন। নমুনা পরীক্ষার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সকালে আনা হয়েছে। সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াস জানিয়েছেন, ডিএনই টেস্টের ফল পেতে মাসখানেক সময় লাগতে পারে। এখন পর্যন্ত সনাক্ত হওয়া ২২ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সীতাকুন্ডের বিএম ডিপোতে বিস্ফোরণের ফলে সৃস্ট অগ্নিকান্ডে এখন পর্যন্ত ৪৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।