সীতাকুণ্ডের অগ্নিকাণ্ড: ঢাকার আইসিইউতে ভর্তি ১৪ জনের কেউই শঙ্কামুক্ত নন

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৬, ২০২২, ০২:৫৪ পিএম

সীতাকুণ্ডের অগ্নিকাণ্ড: ঢাকার আইসিইউতে ভর্তি ১৪ জনের কেউই শঙ্কামুক্ত নন

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি হওয়া ১৪ জনের মধ্যে কেউই শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার মো. আবুল কালাম।

সোমবার (৬ জুন) দুপুর সাড়ে ১২ টায় সাংবাদিকদের এ কথা জানান তিনি। এ সময় অধ্যাপক ডাক্তার মো. আবুল কালাম বলেন, আমরা সবাই অবগত আছি যে, চট্টগ্রামে যে মর্মান্তিক ও হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটেছে, সেখান থেকে ১৪ জন রোগী শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে এসেছেন। ১৪ জনের মধ্যে চারজনের অবস্থা খুবই ক্রিটিক্যাল। তারা আইসিইউতে আছেন। এদের মধ্যে একজন ৮০ ভাগ বার্ন, তিনি আমাদের ফায়ার সার্ভিসের কর্মী। তিনি এখনও লাইফ সাপোর্টে আছেন। আরেক জনের ৬৪ ভাগ পুড়ে গেছে, তিনিও ফায়ার সার্ভিসের কর্মী। উনিও আইসিইউতে আছেন। আর ১৪ জনের বাইরে এক জনের কোনো ধরনের বার্ন না থাকায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার করা হয়েছে। তবে যেহেতু সবাই পোড়া রোগী, সেহেতু কেউই শঙ্কামুক্ত নয়।

তিনি বলেন, এ রোগীদের জন্য আমরা স্পেশাল ওয়ার্ড করেছি। তারা সেখানে আছেন। এদের মধ্যে চারজন আছেন যারা দ্রুতই সুস্থ হওয়ার পর্যায়ে চলে যাবে হয়তো আগামী কয়েকদিনের মধ্যে। তবে এ ১৪ জনের মধ্যে সবারই কোনো না কোনোভাবে চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। যেটার বিষয়ে আমরা এখনও পরিষ্কার না। তবে তারা সবাই দেখতে পারছেন, দেখার ক্ষেত্রে কোনো সমস্যা নেই।

Link copied!