সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডের ঘটনায় যাদের পরিচয় সনাক্ত হলো

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৬, ২০২২, ০২:৪৪ পিএম

সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডের ঘটনায় যাদের পরিচয় সনাক্ত হলো

সীতাকুণ্ডে কনটেইনার বিস্ফোরণে নিহত ৪৯ জনের মধ্যে পরিচয় মিলেছে ২৩ জনের। বাকি ২৬ জনের পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডি। সোমবার (৬ জুন) সকাল থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগের সামানে বুথ স্থাপন করে সংগ্রহ করা হচ্ছে ডিএনএ নমুনা।  

চট্টগ্রাম সিআইডি ক্রাইমসিন ইউনিটের পরিদর্শক মিজান ফেরদাউস বলেন, যেসব মরদেহ আছে, তাদের স্বজনদের কাছ থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে। মরদেহের সঙ্গে ডিএনএ বিশ্লেষণ করে পরিচয় শনাক্ত করা হবে।

এদিকে পরিচয় শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন, ফায়ার সার্ভিসে নার্সিং অ্যাসিসটেন্ট কুমিল্লা নাঙ্গলকোট এলাকার মনিরুজ্জামান। ভোলার দক্ষিণ বালিয়ারা এলাকার হাবিবুর রহমান, প্রাণ গ্রুপের কর্মচারী ও বাঁশখালি উপজেলার বাসিন্দা রবিউল আলম, বাঁশখালী উপজেলার চনুয়া এলাকার মুমিনুল হক, একই উপজেলার মহিউদ্দিন, তোফায়েল আহমেদ, রিদোয়ান, ফায়ার সার্ভিসকর্মী ও নোয়াখালীর চাটখিল বানসা এলাকার আলাউদ্দিন, নোয়াখালী জেলার সুধারাম উপজেলার মো. সুমন, যশোর এলাকার ইব্রাহীম হোসেন, বিএম ডিপোর ডেস্ক এক্সিকিউটিভ ও ফেনীর দাগনভুঁইয়া উপজেলার শাহাদাত উল্লাহ মজুমদার, সীতাকুণ্ড উপজেলার আফজাল হোসেন, ফিরোজপুরের মঠবাড়িয়া এলাকার মো. ফারুক, চট্টগ্রাম নগরের হালিশহর এলাকার মো. হারুন, সিলেটের মৌলভীবাজারের মো. নয়ন, মীরসরাইয়ের শাহাদাত হোসন, ফায়ার সার্ভিস সদস্য নিপন চাকমা, রানা মিয়া ও শাকিল তরফদার, সালাউদ্দিন কাদের চৌধুরী, বাঁশখালী উপজেলার পুইঁছড়ি ইউনিয়নের নাজিম উদ্দিন রুবেল। রমজান আলী, তৌহিদ হোসেনের নাম জানা গেলেও জানা যায়নি ঠিকানা।

চমেক হাসপাতালের কর্মরত চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী উপ পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, ২৩ জনের পরিচয় শনাক্ত হয়েছে। অন্যান্যদের পরিচয় শনাক্তের কাজ চলছে। নিখোঁজ স্বজনদের কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা ব্যবস্থা নিচ্ছি।  

 

Link copied!