সীতাকুণ্ডের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে: সেনাবাহিনী

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৭, ২০২২, ১২:১২ পিএম

সীতাকুণ্ডের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে: সেনাবাহিনী

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপোতে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে বলে জানিয়েছে সেনাবাহিনী। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের সঙ্গে যোগ দেন সেনাবাহিনীর প্রায় আড়াইশ সেনা।

মঙ্গলবার সকালে ব্রিফিংয়ে ২৪ পদাতিক ডিভিশনের ১৮ ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম হিমেল বলেন, কিছুকিছু কন্টেইনারে থেকে থেকে হালকা আগুন জ্বলছে। তবে ডিপো পুরোপুরি ঝুঁকিমুক্ত। শনিবার রাতে সীতাকুণ্ডের ওই ডিপোতে কনটেইনার বিস্ফোরণের ফলে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত অবস্থায় চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ৩ শতাধিক মানুষ।  

 

 

Link copied!