সীমান্তে গুলিতে চার বাংলাদেশি আহত

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৩১, ২০২২, ০৯:২৮ এএম

সীমান্তে গুলিতে চার বাংলাদেশি আহত

অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ায় সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে চার বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন।

গুলিবিদ্ধরা হলেন, দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া গ্রামের ওয়াজিদ মিয়ার ছেলে মাসুক মিয়া (৪০), তার ছোট ভাই ইমান আলী (৩৫), একই গ্রামের আজাদ মিয়ার ছেলে নয়ন মিয়া (৩৫) ও ঝুমগাঁও গ্রামের আজিজ মিয়ার ছেলে সুমন মিয়া (৩২)।

সোমবার (৩০ মে) রাতে দোয়ারাবাজার উপজেলার জুমগাঁও-মোকামছড়া সীমান্তে এই ঘটনা ঘটে।

বাংলাবাজার ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কাদির জানান, খাসিয়াদের গুলিতে চারজন গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধরা রাতে ভারতীয় খাসিয়াদের পাহাড়ে পানি সরবরাহের লোহার পাইপ চুরি করে নিয়ে আসতে চাচ্ছিলো। এসময় খাসিয়ারা গুলি করলে চারজন গুলিবিদ্ধ হয়।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর বলেন, ঝুমগাঁও সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে চারজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানতে পেরেছি। খোঁজ খবর নেওয়া হচ্ছে।

Link copied!