লালমনিরহাট জেলার বুড়িমারী স্থলবন্দর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
রবিবার (২৯ আগস্ট) ভোরে বুড়িমারী জিরো পয়েন্টের বাঁধের মাথা ও ভারতের চ্যাংড়াবান্ধা সীমান্তে এ ঘটনা ঘটে। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক দ্য রিপোর্টকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- বুড়িমারী ইউনিয়নের ইউনুস (৩৫) ও পাটগ্রামের সাগর চন্দ্র (৩৪)।
নিহত ইউনুস তিনি পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের কলাবাগান এলাকার বুলবুল হোসেনের ছেলে। আর সাগর চন্দ্রের বাড়ি নীলফামারী জেলায় বলে পাটগ্রাম থানা পুরিশ জানিয়ছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ ভারতের অভ্যন্তরে রয়েছে। এ ব্যপারে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) বিষয়টি জানানো হয়েছে।
এদিকে, ৬১ বিজিবির বুড়িমারী স্থলবন্দরের ক্যাম্প সূত্রে জানা গেছে, দুই বাংলাদেশির মরদেহ ভারতীয় চ্যাংড়াবান্ধা অংশে পড়ে আছে। তাদের লাশ ফেরত দিতে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।