সুনামগঞ্জে পুলিশী নির্যাতনে আসামীর মৃত্যুর এক সপ্তাহ পর মামলা

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৮, ২০২২, ০৪:৩৯ পিএম

সুনামগঞ্জে পুলিশী নির্যাতনে আসামীর মৃত্যুর এক সপ্তাহ পর মামলা

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পুলিশি নির্যাতনে উজির মিয়া (৪০) নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগে আদালতে একটি মামলা হয়েছে। নিহত উজির মিয়ার ছোট ভাই ডালিম মিয়া বাদী হয়ে সোমবার সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদারের আদালতে মামলাটি করেন।

মামলায় শান্তিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) দেবাশীষ সূত্রধর ও এসআই আলা উদ্দিনকে আসামি করা হয়েছে। এ সম্পর্কে আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) খায়রুল কবির বলেন, নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইন ২০১৩–এর ১৫(২) ধারায় মামলাটি হয়েছে।

মৃত উজির মিয়ার বাড়ি শান্তিগঞ্জের শত্রুমর্দন গ্রামে। ৯ ফেব্রুয়ারি রাতে নিজ বাড়ি থেকে উজির মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। চুরির অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। পুলিশি হেফাজতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে ২১ ফেব্রুয়ারি তাঁর মৃত্যু হয়।

Link copied!