সুন্দরবনে বাঘের হামলায় মৌয়াল নিহত

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৫, ২০২২, ১২:৪০ পিএম

সুন্দরবনে বাঘের হামলায় মৌয়াল নিহত

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরার রেঞ্জে বাঘের হামলায় সোলাইমান শেখ (৫০) নামের এক মৌয়াল নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে সুন্দরবনের কৈখালি স্টেশনের কাচিকাটা এলাকায় মধু সংগ্রহের সময় তিনি বাঘের হামলার শিকার হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। শুক্রবার সকালে তাঁর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। সোলাইমান শ্যামনরগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গোদাড়া গ্রামের আনছার আলী শেখের ছেলে।

মৌয়াল দলের নেতা শ্যামগরের গোদাড়া গ্রামের শহিদুল্লাহ শেখ মুঠোফোনে বলেন, তাঁরা বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে কৈখালি স্টেশনের কাচিকাটা ক্যাম্পের লোটাবেঁকি এলাকায় মধু সংগ্রহে যান। সোলাইমান দলের সামনের দিকে ছিল। হঠাৎ একটি বাঘ তাঁর ওপর হামলে পড়ে বনের গহিনে নিয়ে চলে যায়। এ সময় তাঁদের হাতে থাকা লাঠি দিয়ে প্রতিরোধের চেষ্টা করে ব্যর্থ হন। আজ শুক্রবার সকাল ছয়টার দিকে তাঁর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে লোকালয়ের উদ্দেশে রওনা হন। সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা নূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

 

Link copied!