সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক আইনজীবীদের মধ্যে হাতাহাতি, ধাওয়া-পাল্টা ধাওয়া ও পাল্টাপাল্টি বিক্ষোভের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরস্পরকে দোষারোপ করেছে দুই পক্ষের আইনজীবীরা। এ ঘটনায় বেশ কয়েকজন আইনজীবী আহত হয়েছেন বলে দাবি করেছেন উভয় পক্ষের আইনজীবীরা।
মঙ্গলবার (১৬ মে) দুপুর দেড়টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকের কক্ষের সামনে মুখোমুখি অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বিএনপি-আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা। এ সময় একদল আইনজীবী সুপ্রিম কোর্ট বার সম্পাদকের কক্ষে দরজা ও জানালার গ্লাস ভাংচুর করেন। ঘটনার সময় সম্পাদক আবদুন নূর দুলাল তাঁর কক্ষে অবস্থান করছিলেন।
দুই পক্ষের আইনজীবীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, হাতাহাতি, ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। কয়েকশ আইনজীবী মুখোমুখি হলে সুপ্রিম কোর্ট অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এদিকে, এই ঘটনায় আওয়ামী লীগ সমর্থক চার থেকে পাঁচজন আইনজীবী আহত হয়েছে বলে দাবি করেন সমিতির সম্পাদক আবদুন নূর দুলাল।
অপরদিকে বিএনপি সমর্থক আইনজীবীদের শান্তিপূর্ণ মিছিলে সরকার সমর্থদের হামলায় তাদের পাঁচ থেকে ছয়জন আইনজীবী আহত হয়েছে বলে দাবি করেন বিএনপির আইন সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।