সুযোগসন্ধানী ব্যবসায়ীদের কারণেই কাঁচা মরিচের দামের অস্বাভাবিক বৃদ্ধি: বাণিজ্যমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৩, ২০২৩, ০৮:১৫ পিএম

সুযোগসন্ধানী ব্যবসায়ীদের কারণেই কাঁচা মরিচের দামের অস্বাভাবিক বৃদ্ধি: বাণিজ্যমন্ত্রী

সংগৃহীত ছবি

সুযোগসন্ধানী ব্যবসায়ীরা কাঁচা মরিচের দাম বাড়িয়েছে মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সুযোগসন্ধানী ব্যবসায়ীরা অবৈধ সুযোগ নেওয়ার কারণেই কাঁচা মরিচের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছি। মরিচ আসা শুরু হয়েছে। আশা করছি ২/৪ দিনের মধ্যে দাম কমে যাবে।

সোমবার (৩ জুলাই) দুপুরে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডের বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। 

মন্ত্রী বলেন, ঈদ ও বৃষ্টিতে পরিবহন সমস্যার কারণে কাঁচা মরিচের দাম বেড়েছে। এর সঙ্গে সুযোগসন্ধানী ব্যবসায়ীরাও সুযোগ নিয়েছে।

মন্ত্রী বলেন, এর আগে হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে গিয়েছিল। আমরা আমদানি শুরু করার পর দাম কমে এসেছে।

চিনির দাম বৃদ্ধির ব্যাপারে বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে চিনি উৎপাদন কমেছে। গ্রামে চিনির চাহিদা বেশি না। তবে শহরে চিনির চাহিদা অনেক। এ ব্যাপারেও পদক্ষেপ নেওয়া হয়েছে।’

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির কথা স্বীকার করে তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি। ইতিমধ্যে অনেক জিনিসের দাম কমেছে।’

মতবিনিময় সভায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Link copied!