সুষ্ঠু নির্বাচন দিলে আপনিই জয়ী হবেন

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৩, ২০২২, ০৬:২৩ পিএম

সুষ্ঠু নির্বাচন দিলে আপনিই জয়ী হবেন

অনেক ভালো কাজ করার কারণে দেশে সুষ্ঠু নির্বাচন দিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও জয়ী হবেন বলে দাবি করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বুধবার দুপুরে সাভারের গণবিশ্ববিদ্যালয়ে একটি আলোকচিত্র প্রদর্শনীর অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।

ডা. জাফরুল্লাহ আরও বলেন, “প্রধানমন্ত্রী আপনি রেশনিং করেন। কল্যাণকর রাষ্ট্র করার জন্য আপনি আলো দিয়েছেন, আপনাকে অভিনন্দন জানাই। আপনি যে সারা দেশে আলো বিতরণ করলেন, কিন্তু এই আলো যদি কৃষকের বাড়িতে না যায় তাহলে তো আমাদের ব্যর্থতা। তাই আমার প্রস্তাব প্রত্যেক দরিদ্র কৃষককে তিনটা বাতি দেন। তাকে বিনা সুদে ঋণ দেন।” এসময় তিনি সিন্ডিকেট না ভাঙতে পারলে ধনী-দরিদ্রের বৈষম্য বাড়বে বলেও মন্তব্য করেন।

বিএনপি চেয়ারপারসনের জামিন বিষয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের এই ট্রাস্টি আরও বলেন, “খালেদা জিয়ার জামিন পাওয়া তার মানবিক অধিকার, নৈতিক অধিকার। খালেদা জিয়া তো কাউকে জবাই করেননি। আমি মনে করি ন্যায়ের খাতিরে খালেদা জিয়ার জামিন দেওয়া উচিত।”

সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক মন্তব্যের জবাবে ডা. জাফরুল্লাহ বলেন, “মির্জা ফখরুল কী বলেছেন তাতে তো আমার কিছু করণীয় নাই। আমি বলতে চাই, আন্দোলন করে দলীয় সরকারের অবসান ঘটাতে হবে। নির্বাচনে সবাইকে অংশ নিতে হবে। নির্বাচন কমিশনকে তাদের মেরুদণ্ড সোজা করে ন্যায়ের পাশে দাঁড়াতে হবে। তারা যদি তা ডেলিভার করতে না পারেন তাদের পদত্যাগ করা উচিত হবে।”

তিনি বলেন, ‌“বঙ্গবন্ধুর আমলে ১৯৭৪ সালে তিন লাখ লোকের মৃত্যু হয়েছিল অনাহারে। অথচ নোবেলজয়ী অমর্ত্য সেনের হিসাব মতে তৎকালীন সময়ে সবচেয়ে বেশি খাদ্য উৎপাদন হয়েছিল। কেন? ভুল শাসন, সুশাসনের অভাব, অনাচার-দুর্নীতি। সে জন্য যার খাদ্য প্রয়োজন তাদের কাছে খাদ্য পৌঁছতে পারেনি।”

বর্তমানে দ্রব্যমূল্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় উদ্বেগ জানিয়ে ডা. জাফরুল্লাহ আরও বলেন, “আজকে আবার দুর্ভিক্ষের মতো চলছে। এখন অবশ্য অনাহারে কেউ নেই। এটা পরিষ্কার করে বলতে চাই, এখন কেউ অনাহারে নেই।তবে রাস্তার ওপর দাঁড়িয়ে টিসিবির পণ্য নেওয়া অত্যন্ত অপমানজনক।”

Link copied!