এপ্রিল ২৭, ২০২২, ১০:৪৭ পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন হজকিন্স লিম্ফোমা রোগে আক্রান্ত শ্রাবণ স্নাল ও জনপ্রিয় কণ্ঠশিল্পী আকবর আলী সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সংবাদ সম্মেলন শেষে শিল্পী আকবর আলী একাধিক গান গেয়ে শোনান।
ডা. মো. শারফুদ্দিন আহমেদবলেন,“প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু ভিআইপি ব্যক্তিবর্গ নয়, দেশের প্রান্তিক পর্যায়ের সাধারণ গরীব মানুষেরও খোঁজখবর রাখেন।প্রধানমন্ত্রীর মানবিক পরামর্শে তৃতীয় বিশ্বের কোটি কোটি জনতাকে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো। ঘরে বাইরে দেশে বিদেশে জননেত্রীর মানবিতকার প্রশংসা বইছে। মুজিব শতবর্ষে শেখ হাসিনা ঘরহীনদের ঘর করে দিয়েছেন।”
সংবাদ সম্মেলন জনপ্রিয় কণ্ঠ শিল্পী আকবর আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার মায়ের মত। আমি প্রধানমন্ত্রীর কাছে চিরঋণী। আমি হাঁটতে পারতাম না। প্রধানমন্ত্রীর অনুদান ও নির্দেশে আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিতে আসি। এখানে চিকিৎসা নিয়ে আমি আজ সুস্থ, হাটতে পারছি। এজন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো শারফুদ্দিন আহমেদ ও আমার চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসকদের প্রতি চির কৃতজ্ঞ। আজ সুস্থ হয়ে বাড়ি যাচ্ছি।”
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, জনপ্রিয় কণ্ঠশিল্পী আকবর আলী গাজী (৫০) গত ৪ অক্টোবর তার গ্রামের বাড়ির বাজার হতে ফেরার সময় সাইকেল থেকে পড়ে যান। এতে তিনি বাম কোমরে আঘাত পেয়ে শয্যাশায়ী হয়ে পড়েন। এ সমস্যার কারণে আকবর দেশের সরকারী ও বেসরকারী হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হতে পারেননি। আকবর আলীর অসুস্থতার খবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছালে তাঁর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আকবরের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করার জন্য নির্দেশনা দিয়ে আর্থিক সহায়তাও দান করেন।
এদিকে ময়মনসিংহের হালুয়াঘাটের অধিবাসী কৃষক আরেং ও নীলিমা স্নালের ১২ বছর বয়সী ৭ম শ্রেণি পড়ুয়া শ্রাবণ স্নাল হজকিন্স লিম্ফোমা রোগে আক্রান্ত। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে এলে শ্রাবণকে শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাসেবা প্রদানের জন্য উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদকে নির্দেশ দেন।
গত ২৪ অক্টোবর ২০২১ খ্রিষ্টাব্দে এক বছরের জ্বর ও গলার ডানপাশে লসিকাগ্রন্থি ফোলা নিয়ে ভোগা শ্রাবণ স্নাললকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্বদ্যিালয়ে হেমাটোলজি বিভাগে অধ্যাপক ডা. সালাউদ্দিন শাহের অধীনে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে শ্রাবণ স্নাল হজকিন্স লিম্ফোমা রোগ নির্ণয় করা হয়। গত ৭ নভেম্বর ২০২১ খ্রিষ্টাব্দে প্রথম কেমোথেরাপি শুরু হয়। আগামীকাল বৃহস্পতিবার শ্রাবণ স্লানকে ছুটি দেওয়া হবে।