সেই নবজাতক জন্ডিসে আক্রান্ত, চিকিৎসায় বোর্ড গঠন

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৯, ২০২২, ০৪:১৩ পিএম

সেই নবজাতক জন্ডিসে আক্রান্ত, চিকিৎসায় বোর্ড গঠন

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনার সময় জন্ম নেওয়া সেই নবজাতক শিশুটি জন্ডিসে আক্রান্ত হয়েছে। তাকে লাবীব হাসপাতাল থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। লাবীব হাসপাতালের মালিক মো. শাহ জাহান এ তথ্য জানান।

সেখানে নবজাতক নিবিড় পরিচর্চা কেন্দ্রে (এনআইসিইউ) চিকিৎসা শুরু হয়েছে শিশুটির। একইসঙ্গে মঙ্গলবার সকালে তার চিকিৎসায় পাঁচ সদস্যের মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে।

মো. শাহ জাহান বলেন, গতকাল রাতে নবজাতকের চোখ ও গায়ের বর্ণ কিছুটা হলুদ দেখা যায়। লাবীব হাসপাতালে নবজাতকের চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক মো. কামরুজ্জামান তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। পরে রাতেই তাকে সেখানে ভর্তি করা হয়।

ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, জন্ডিসের জন্য শিশুটিকে ফটোথেরাপি দেওয়া হচ্ছে। তার সার্বক্ষণিক খোঁজখবর আমরা রাখছি।

প্রসঙ্গত, গত শনিবার (১৬ জুলাই) বেলা পৌনে ৩টার দিকে ত্রিশালের কোর্টভবন এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় প্রাণ হারান অন্তঃসত্ত্বা রত্না আক্তার রহিমা (৩২), তার স্বামী জাহাঙ্গীর আলম (৪০) এবং তাদের ছয় বছরের মেয়ে সানজিদা। ওইসময় জন্ম নেয় শিশুটি। পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যায়।

Link copied!