সেই ব্যাংকারের প্রতিবাদের মুখে ফিলিং স্টেশনে অভিযান, তেল চুরির প্রমাণ

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৩, ২০২২, ০৮:৪২ এএম

সেই ব্যাংকারের প্রতিবাদের মুখে ফিলিং স্টেশনে অভিযান, তেল চুরির প্রমাণ

পরিমাপে তেল কম দেওয়ায় রাজধানীর কল্যাণপুরের ‘সোহরাব ফিলিং স্টেশন’ পাম্পকে দুই লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআই। মঙ্গলবার অভিযান চালিয়ে এই পাম্পকে জরিমানা করে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত।

এর আগে সোমবার (১ আগস্ট) মোটরসাইকেলে তেল কম দেওয়ার অভিযোগে কল্যাণপুরে সোহরাব পাম্পে ৮ ঘণ্টা অবস্থান করে প্রতিবাদ জানান মো. ইশতিয়াক নামে এক ব্যাংক কর্মকর্তা।

গণমাধ্যম ও সোশাল মিডিয়ায় তার প্রতিবাদের খবর ব্যাপকভাবে আলোচিত হওয়ার পর মঙ্গলবার রাজধানীর ওই এলাকায় অভিযান পরিচালনা করে রাষ্ট্রীয় মান নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআই।

অভিযানকারী দল সোহরাব ফিলিং স্টেশন ছাড়াও খালেক ফিলিং স্টেশন ও রহমান ফিলিং স্টেশনে গিয়ে তেল পরিমাপে কম দেওয়ার প্রমাণ পায়।

এর আগে গতকাল সোমবার (১ আগস্ট) কল্যাণপুরের সোহরাব পাম্প থেকে বাইকের জন্য ৫০০ টাকার অকটেন কেনেন ব্যাংক কর্মকর্তা ইশতিয়াক। এসময় তাকে সঠিক পরিমাণে তেল দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। তার অভিযোগের বিষয়ে ব্যবস্থা না নেওয়ায় সকাল ১০টা থেকে সাদা কাগজে ‘সঠিক পরিমাণে তেল চাই’ লিখে ওই পাম্পের সামনে অবস্থান নেন ইশতিয়াক। সন্ধ্যা ৭টা পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেন। এর মধ্যে দারুস সালাম থানা পুলিশের একটি দল সেখানে আসে। এসময় পাম্প কর্তৃপক্ষ ওই ব্যাংক কর্মকর্তার কাছে ক্ষমা চান। পুলিশের পক্ষ থেকে তাকে ভোক্তা অধিকারে অভিযোগ জানাতে বলা হয়।

অভিযানে থাকা বিএসটিআইয়ের নির্বাহী হাকিম মোহাম্মদ হাসিব সরকার বলেন, “সোহরাব ফিলিং স্টেশনে ২টা ডিজেলের নজেলে কম পাওয়া গেছে। এজন্য দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।”

Link copied!