ফেব্রুয়ারি ২৫, ২০২২, ০৬:১৬ পিএম
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল ও আগুন লাগায় সেন্ট মার্টিনে না গিয়ে সাড়ে ১৩ ঘণ্টা পর চট্টগ্রামে ফিরে এসেছে প্রমোদতরী ‘বে ওয়ান ক্রুজ’।
কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড পরিচালিত জাহাজটিকে বন্দরের টাগবোট ‘কাণ্ডারি-১০’ এর সহযোগিতায় শুক্রবার দুপুর দেড়টার দিকে পতেঙ্গা ওয়াটার বাস টার্মিনালে ভেড়ানো হয়। তারপর যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার রাত ১১টার পর এই ঘাট থেকেই আটশর বেশি যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে গিয়েছিল ‘বে ওয়ান ক্রুজ’। রাত ১২টার দিকে জাহাজটির ইঞ্জিন কক্ষে আগুন লাগে এবং সেখান থেকে ধোঁয়া বের হতে থাকে।
জাহাজটির যাত্রী আমিন আহমেদ রায়হান বলেন, “জাহাজ ছাড়ার পর যাত্রীরা ওপরের ডেকে জড়ো হয়েছিলেন। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। রাত ১২টার পর আমরা ইঞ্জিন রুমে আগুন লাগর কথা জানতে পারি। নিচে নামার পর সেখানে ধোঁয়া দেখতে পাই।”
তখন যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে জানিয়ে তিনি বলেন, “জাহাজের লোকজন ফায়ার ডিসটিংগুইশার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। একটি ইঞ্জিন বন্ধ হয়ে যায় বলে আমরা জানতে পারি।
“আতঙ্কিত যাত্রীরা তখন নিচে নেমে গিয়ে লাইফ জ্যাকেট পরতে শুরু করে। বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেল এলাকায় জাহাজটি একপ্রকার দাঁড়িয়ে ছিল তখন।”
আমিন রায়হান অভিযোগ করেন, যাত্রীরা জাহাজ কর্তৃপক্ষের কাছে ঘটনা সম্পর্কে জানতে চাইলেও কোনো সদুত্তর পাননি। পরে জাহাজের লোকজন বন্দরে কথা বলে সহায়তা চায়।
সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম বন্দরের টাগবোট কাণ্ডারি-১০ ঘটনাস্থলে যায় এবং বে ওয়ান ক্রুজকে কুতুবদিয়া চ্যানেল থেকে টেনে চট্টগ্রাম ফিরিয়ে আনে।