ঢাকাস্থ রয়েল থাই দূতাবাস জানিয়েছে, সোমবার থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য থাইল্যান্ডের ভিসা চালু করা হচ্ছে। রবিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার থাই দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অবশ্যই সকল ভ্রমণকারীদের ভিসা পাওয়ার যোগ্যতা থাকতে হবে। এবং রয়েল থাই সরকারের দেওয়া সকল নির্দেশনা মানতে হবে।’
বিজ্ঞপ্তিতে আরও জানা যায় ভিসা চালু হলেও থাইল্যান্ডে প্রবেশের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোয়ারেন্টাইন করতে হবে। টিকা নেওয়া কিংবা না নেওয়া সবাইকে কোয়ারেন্টাইনে থাকতে হবে। এছাড়া থাইল্যান্ড যেতে সার্টিফিকেট অব এন্ট্রি- সিওই নিতে হবে।
ঘোষণায় আরও বলা হয়, ফুকেট ভ্রমণের ক্ষেত্রে ফুকেট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে। এ জন্য www.phuket-sandbox.com ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়েছে।
উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রেক্ষিতে গত ১০ মে বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের নাগরিকদের জন্য থাই ভিসা বন্ধ ঘোষণা করা হয়।