সৌদি পৌঁছেছেন ৪৬ হাজার ১২০ বাংলাদেশি হজযাত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৩০, ২০২২, ০৫:৫৬ পিএম

সৌদি পৌঁছেছেন ৪৬ হাজার ১২০ বাংলাদেশি হজযাত্রী

গত ৫ জুন থেকে হজফ্লাইট শুরুর পর গতকাল বুধবার পর্যন্ত ৪৬ হাজার ১২০ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

বৃহস্পতিবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে বলা হয়, বুধবার পর্যন্ত হজযাত্রীরা তিনটি এয়ারলাইন্সের ১২৮ টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন। এই ১২৮ টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৩ টি, সৌদি এয়ার ৪৮ টি এবং ফ্লাইনাসের ৭টি ফ্লাইট চালিয়েছে।

সরকারি ব্যবস্থাপনায় যাওয়া পঞ্চম ফ্লাইটের সব হজযাত্রী মদিনার পর্ব শেষে মক্কায় পৌঁছেছেন।

বুলেটিনে আরও বলা হয়, বুধবার (২৯ জুন) দিবাগত রাত ২টা পর্যন্ত ৪৬ হাজার ১২০ জন যাত্রী সৌদি পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪২ হাজার ৭৩৫ জন।

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজে সৌদি যাওয়ার সুযোগ পাচ্ছেন। গত ৫ জুন হজের প্রথম ফ্লাইট ঢাকা ছাড়ে। শেষ হবে ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। শেষ হবে ৪ আগস্ট।

Link copied!