স্বর্ণে মোড়ানো জিলাপি ‘সোল্ড আউট’!

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১০, ২০২৩, ০৩:২৫ পিএম

স্বর্ণে মোড়ানো জিলাপি ‘সোল্ড আউট’!

গত মঙ্গলবার ফেসবুকে ঘোষণা দিয়ে স্বর্ণের মোড়ানো জিলাপি বিক্রি শুরু করেছিল রাজধানীর পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল। প্রতি কেজি ২০ হাজার টাকায় ওই জিলাপি বিক্রি করেছে হোটেলটি। সাত দিনের মাথায় জিলাপি অর্ডার নেওয়া বন্ধ করলো তারা। 

বুধবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ফেসবুক পেজে জানানো হয়, ‘গোল্ড জিলাপি সোল্ড আউট’। 

gold jilapi

হোটেলটির এক কর্মকর্তা জানান, জিলাপি বানানোর জন্য যে পরিমাণ উপকরণ (খাওয়ারযোগ্য সোনা) তাঁরা এনেছিলেন, তা শেষ হয়ে গেছে। এ জন্য নতুন করে আর কোনো অর্ডার বা ক্রয়াদেশ নিচ্ছেন না তাঁরা। 

তবে এই ছয় দিনে কী পরিমাণ জিলাপি বিক্রি হয়েছে, সে সম্পর্কে কোনো তথ্য দিতে চাননি তিনি।

gj1

পবিত্র রমজান উপলক্ষে গ্রাহকদের বিশেষ খাবার উপহার দিতে স্বর্ণের আবরণ দেওয়া জিলাপি বিক্রির উদ্যোগ নেয় হোটেল ইন্টারকন্টিনেন্টাল। প্রতি কেজি জিলাপিতে ২৪ ক্যারেটের খাওয়ার উপযোগী ২০ থেকে ২২টি স্বর্ণের লিফ বা অংশ থাকবে বলে জানিয়েছিলেন হোটেলের কর্মকর্তারা। 

ন্যূনতম ২৫০ গ্রাম জিলাপি বিক্রি করেছেন তারা। 

Link copied!