ডেল্টাপ্ন্যান-২১০০ এর ৮০ ভাগ কাজই পানি সম্পদ মন্ত্রণালয়ের: এনামুল হক শামীম

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৮, ২০২২, ০৩:৩২ পিএম

ডেল্টাপ্ন্যান-২১০০ এর ৮০ ভাগ কাজই পানি সম্পদ মন্ত্রণালয়ের:  এনামুল হক শামীম

হাওর অঞ্চলের মানুষের উন্নয়নে সরকার বদ্ধ পরিকর বলে জানিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি। তিনি বলেন, দেশের কৃষিতে হাওরের মানুষের অনেক অবদান রয়েছে। 

সুনামগঞ্জের দিরাই উপজেলায় ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। উপ-মন্ত্রী বলেন, সারাদেশে নদীভাঙন রক্ষায় বিভিন্ন স্থায়ী প্রকল্প চলমান রয়েছে এবং নতুন নতুন প্রকল্প হাতে নেয়া হচ্ছে। এছাড়াও সারাদেশে নদীভাঙন এলাকা চিহ্নিত করে স্থায়ী বাঁধ করা হচ্ছে।  

উপমন্ত্রী আরো বলেন, এ অঞ্চলের পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। ভাঙনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে ত্রাণ ও দূর্যোগ মন্ত্রনালয়ের মাধ্যমে সহযোগিতার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি তাদের সহযোগিতা করার জন্য স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীদেরকেও নির্দেশ দেয়া হয়েছে। বাধেঁর কাজের ব্যাপারে অনিয়ম করলেও কাউকেই ছাড় দেয়া হবে না।

তিনি বলেন, বিশ্বমানের বাংলাদেশ গড়ার লক্ষ্যে ডেল্টাপ্ন্যান-২১০০ মহাপরিকল্পনার ৮০ ভাগ কাজই পানি সম্পদ মন্ত্রণালয় বাস্তবায়ন করবে। এ মহাপরিকল্পনা বাস্তবায়ীত হলে সারাদেশে নদীভাঙন ও জলাবদ্ধতার কোনো সমস্যাই থাকবে না। 

এসময় তাঁর সঙ্গে ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশীদ, প্রধান প্রকৌশলী এস.এম শহিদুল ইসলাম, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পানি উন্নয়ন বোর্ডের সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবীর ইমন এবং অন্যরা।

পরে আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য প্রয়াত  সুরঞ্জিত সেনগুপ্তের সমাধিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন উপমন্ত্রী এনামুল হক শামীম।

Link copied!