হাতপাখা প্রতীকের প্রার্থী-কর্মীদের বিরুদ্ধে নৌকা প্রতীকের কর্মীদেরকে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

জুন ১২, ২০২৩, ০৩:২৩ পিএম

হাতপাখা প্রতীকের প্রার্থী-কর্মীদের বিরুদ্ধে নৌকা প্রতীকের কর্মীদেরকে মারধরের অভিযোগ

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে হাতপাখা প্রতীকের প্রার্থী সৈয়দ মো. ফয়জুল করীম ও তার কর্মীদের বিরুদ্ধে নৌকা প্রতীকের কর্মীদের মারধর ও সাধারণ ভোটারদের প্রভাবিত করার অভিয়োগ উঠেছে।

সোমবার দুপুরের দিকে এ বিষয়ে নৌকা প্রতীকের প্রার্থীর প্রধান নির্বাচনি এজেন্ট মো. আফজালুল করিম স্বাক্ষরিত একটি অভিযোগ পত্র রিটার্নিং অফিসার ও বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বরাবর পাঠানো হয়।

অভিযোগপত্রে বলা হয়, সিটি করপোরেশনে ভোট চলাকালে নগরীরর প্রায় প্রতিটি কেন্দ্রেই হাতপাখার প্রার্থী সৈয়দ মো. ফয়জুল করীম সদলবলে কেন্দ্রে কেন্দ্রে ঢুকে ভোটারদের প্রভাবিত করতে থাকে। 

তাকে বাধা দিলে নৌকা প্রতীকের কর্মীদের মারধর ও তার হাতপাখা প্রতীকের কর্মীদের দ্বারা বিশঙ্খলা সৃষ্টিসহ নৌকা প্রতীকের কর্মীদের বাধা প্রদান করে।

অভিযোগে আরও বলা হয়, তাদের নারী কর্মীরা লাইনে দাঁড়ানো  সাধারণ নারী ভোটারদের বেহেস্তের লোভ দেখিয়ে ভোট দানে প্রভাবিত করে। ভোটকেন্দ্রে নিয়োজিত দায়িত্বপ্রাপ্তদের কাছে অভিযোগ করলেও তারা সম্পূর্ণ অসহযোগিতা করে। এ বিষয়ে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধও জানানো হয় অভিযোগ পত্রে।

Link copied!