জুন ১২, ২০২৩, ০৩:১৯ পিএম
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে হাতপাখা প্রতীকের প্রার্থী ও কর্মীদের দ্বারা মারধর, সাধারণ ভোটারদের বাধা প্রদান ও নারীদের বেহেস্তের লোভ দেখিয়ে ভোট দান ও কেন্দ্রে বহিরাগত সন্ত্রাসীরা লাঠি ও তলোয়ার নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ করেছেন মেয়র পদে নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহর নির্বাচনি এজেন্ট।
রিটার্নিং অফিসারকে এক চিঠির মাধ্যমে এ কথা জানান বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন মেয়র পদে আবুল খায়ের আব্দুল্লাহর নৌকা প্রতীকের প্রধান নির্বাচনি এজেন্ট মো. আফজালুল করিম।
চিঠিতে সিটি কর্পোরেশন ভোট চলাকালীন প্রায় প্রতিটি কেন্দ্রে সদলবলে ঢুকে ভোটারদের প্রভাবিত করছেন হাতপাখার প্রার্থী সৈয়দ মো. ফয়জুল করিম- এমন অভিযোগ আনেন তিনি। বাধা দিলে নৌকা প্রতীকের কর্মীদের মারধর ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। তাদের নারীকর্মীরা লাইন দাঁড়ানো নারী ভোটারদের বেহেস্তের লোভ দেখিয়ে ভোট দানে প্রভাবিত করছেন বলে অভিযোগ আনেন নৌকার এজেন্ট। ভোট কেন্দ্রে নিয়োজিত দায়িত্বপ্রাপ্তদের অভিযোগ করেও সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ আনেন তিনি।