এপ্রিল ৯, ২০২২, ১০:৪৬ পিএম
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অজুহাতে গ্রেপ্তার হওয়া মুন্সীগঞ্জের স্কুল শিক্ষক হৃদয় মণ্ডলের ওপর কেন ছাত্ররা অসন্তুষ্ট হলো, সে বিষয়ে তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। হৃদয় চন্দ্র মণ্ডলের প্রতি কেনোরকম অবিচার করা হবে না বলেও তিনি জানান।
শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলিস্তানে ফায়ার সার্ভিস সদরদপ্তরের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কে হিন্দু, কে মুসলিম সেটা বিষয় নয়। সবাই আমাদের কাছে সমান। স্কুলশিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের প্রতি অবিচার করা হবে না। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যা যা করা প্রয়োজন তাৎক্ষণিকভাবে করা হয়েছে।” হৃদয় মণ্ডলের পরিবারের সুরক্ষার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি সাংবাদিকদের জানান।
ওই শিক্ষকের প্রতি যেন কোনো অন্যায় না হয় এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য যা যা করা প্রয়োজন আমরা সে ব্যবস্থা করেছি উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, “ তদন্তের পরেই আমরা বলতে পারব ঘটনাটা কী হয়েছিল। যে ঘটনা ঘটেছে, সে বিষয়ে আমাদের নিরাপত্তা বাহিনী ব্যবস্থা নিয়েছে। শিক্ষক হৃদয় মন্ডলের সুরক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি অহেতুক ক্ষতিগ্রস্ত হবেন না।”