হেফাজতের আরো দুই শীর্ষ নেতা রিমান্ডে

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৮, ২০২১, ০৭:৩৪ পিএম

হেফাজতের আরো দুই শীর্ষ নেতা রিমান্ডে

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে প্রায় আট বছর আগের নাশকতার ঘটনায় হেফাজতে ইসলামের আরও দুই শীর্ষ নেতাকে রিমান্ডে নিয়েছে পুলিশ।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি আল্লামা জুনায়েদ আল হাবিব এবং কেন্দ্রীয় কমিটির সহকারি মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

২০১৩ সালে ঢাকায় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় করা মামলায় তাদেরকে এ রিমান্ডে নেয়া হয়। রবিবার (১৮ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমানের আদালত শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন।

এদিন দুপুরে হেফাজতের ওই দুই নেতাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পল্টন থানা পুলিশ। সেসময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ।

শুনানি শেষে আদালত তাদের প্রত্যেকের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শনিবার (১৭ এপ্রিল) জুনায়েদ আল হাবিবকে রাজধানীর বারিধারা থেকে ও মাওলানা জালাল উদ্দিনকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Link copied!