হেফাজতের তাণ্ডব ঘটনার মামলায় নোমানীর জামিন বহাল

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৭, ২০২২, ০৪:৪৯ পিএম

হেফাজতের তাণ্ডব ঘটনার মামলায় নোমানীর জামিন বহাল

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে মাসে হেফাজতে ইসলামের সমাবেশকে ঘিরে সহিংসতার ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় ওই সংগঠনের নেতা ইসলাম নেতা নুরুজ্জামান নোমানীর হাইকোর্টে দেওয়া জামিনের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) এ আপিল বিভাগের একটি বেঞ্চ এই রায়  ঘোষণা করেন।

২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এ সময় রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন তারা। এ ঘটনায় পল্টন থানায় হওয়া নাশকতার একটি মামলার আসামি মুফতি নুরুজ্জামান নোমানী।

এছাড়া, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির আল্লামা আহমদ শফীকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় ৩৬ আসামির মধ্যে নুরুজ্জামান নোমানীর নামও রয়েছে। 

বিস্তারিত আসছে..... 

Link copied!