১০ জেলায় তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে!

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১২, ২০২৩, ০১:১৬ পিএম

১০ জেলায় তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে!

সারাদেশে চলছে মৃদু থেকে মাঝারি ধরণের তাপপ্রবাহ। আর এই তাপপ্রবাহ বেশ কয়েক দিন ধরে চলমান থাকতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।

বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ৯ট পর্যন্ত ২৪ ঘন্টার ওই আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দেশের ছয় বিভাগ রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের সকল জেলা ও নীলফামারী জেলায় মঙ্গলবার মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে। এই তাপপ্রবাহ আগামী কয়েকদিন দেশের বিভিন্ন জেলায় অব্যাহত থাকতে পারে।

এছাড়া, আগামী ১৫ থেকে ২১ এপ্রিল মেহেরপুর, যশোর, ঝিনাইদহ, মাগুরা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় তীব্র তাপপ্রবাহ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে তাপমাত্রা ৪৫ ডিগ্রিতে উঠতে পারে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, কোনো এলাকার পাশাপাশি দুটি স্টেশনে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস এর বেশি থাকলে ওই এলাকায় অতি তীব্র তাপপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৪০-৪২ ডিগ্রি সেলসিয়াস থাকলে তীব্র তাপপ্রবাহ, ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস থাকলে মাঝারি তাপপ্রবাহ এবং তাপমাত্রা ৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ বলে। 

আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালকের পক্ষে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, মঙ্গলবার ঢাকা বিভাগের ১৩টি, রাজশাহী বিভাগের ৮টি, খুলনা বিভাগের ১০টি, বরিশাল বিভাগের ৬টি ও চট্টগ্রাম বিভাগের ১১টি, নীলফামারীসহ মোট ৫৩টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে গেছে। আসছে ৩ দিন তাপপ্রবাহের অপরিবর্তিত পরিস্থিতি বিরাজ করতে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়।

গতকাল মঙ্গলবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গা জেলায় ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনম্নি তাপমাত্র ছিল ১৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

Link copied!