বঙ্গভবনে সার্চ কমিটির ১০ নাম

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৪, ২০২২, ০৭:২১ পিএম

বঙ্গভবনে সার্চ কমিটির ১০ নাম

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে জন্য ১০ জনের নামের তালিকা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে জমা দিয়েছেন সার্চ কমিটির সদস্যরা। চূড়ান্ত ৫ জনকে নিয়ে গঠিত নির্বাচন কমিশনে কারা থাকছেন গেজেটের মাধ্যমে তা জানানো হবে। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে সার্চ কমিটি সদস্যরা রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে ঢোকেন। সোয়া ৭টায় রাষ্ট্রপতির সাথে সার্চ কমিটির বৈঠক শুরু হয়। বিচারপতি ওবায়দুল হাসানের করোনা পজেটিভ আসায় তাকে ছাড়াই এ বৈঠক বসেন বাকি সদস্যরা। 

রাষ্ট্রপতির সাথে সার্চ কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, চূড়ান্ত ১০ জনের নাম সার্চ কমিটি মহামান্য রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছেন। তিনি সেই নামগুলো গ্রহণ করেছেন। এখন তিনি নামগুলো যাচাই - বাছাই করবেন। যাচাই-বাছাই শেষে তিনি অতিসত্বর নির্দেশনা দিবেন। 

কবে নাগাদ যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দুই-একদিনের মধ্যেই যাচাই-বাছাই কাজ সম্পূর্ণ করে ফেলা হবে। ১০ জনের নাম ঘোষণা হবে নাকি ৫ জনের নাম ঘোষণা হবে এমন প্রশ্নের জবাবে বলেন, নিয়ম তো ৫ জনের নাম ঘোষণা করার। যে ৫ জনের নাম রাষ্ট্রপতি সিলেক্ট করবেন সেই ৫ জনের নামেই প্রঙ্গাপন জারি হবে। 

এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে সপ্তম ও শেষ বৈঠকে বসে অনুসন্ধান কমিটি। বৈঠক শেষে রাত সাড়ে ৮টায় ব্রিফিং করেন অনুসন্ধান কমিটিকে সাচিবিক সহায়তা দেওয়া মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সেদিন ১০ জনের নাম সিলগালা করা হয়। ১০ জনের নাম চূড়ান্ত করলেও নামগুলো প্রকাশ করেনি অনুসন্ধান কমিটি। ৬ষ্ঠ বৈঠক শেষে কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান জানিয়েছিলেন, অনুসন্ধান কমিটি চূড়ান্ত হওয়া ১০ নাম প্রকাশ করবে না।

এবারই প্রথম আইন অনুযায়ী নির্বাচন কমিশন গঠন হচ্ছে। গত ২৭ জানুয়ারি জাতীয় সংসদে আইন পাসের পর নির্বাচন কমিশন গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ে ৫ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করা হয়।

Link copied!