১০ হাজার জনসংখ্যার সেন্টমার্টিন দ্বীপে ৫ হাজার কুকুরের বিচরণ!

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৩, ২০২৩, ০১:২০ এএম

১০ হাজার জনসংখ্যার সেন্টমার্টিন দ্বীপে ৫ হাজার কুকুরের বিচরণ!

বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে মোট জনসংখ্যা মাত্র ১০ হাজার। তবে দ্বীপটিতে প্রায় ৫ হাজার কুকুর বিচরণ করছে। এমনই ভয়াবহ তথ্য গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান।

গণমাধ্যমকে তিনি বলেন, “সেন্টমার্টিন দ্বীপে কয়েক হাজার কুকুর আছে। কুকুরগুলো রাতদিন এখানে সেখানে বিচরণ করায় দ্বীপের পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে বিনষ্ট হচ্ছে।” এছাড়া দ্বীপের স্থানীয় বাসিন্দা ও আগত পর্যটকরা প্রতিনিয়ত কুকুরের হামলার শিকার হচ্ছেন।”

সেন্টমার্টিন দ্বীপে স্থানীয় জনগণ ও পর্যটকদের ওপর হামলার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক হাফিজুর রহমান বলেন, “কুকুর ও পরিবেশ জীববৈচিত্র্যের অংশ। সব প্রাণী নিয়েই পরিবেশ। সেন্টমার্টিনের পরিবেশ রক্ষায় দ্বীপটিতে কুকুরের প্রয়োজনীয়তা আছে। তবে তার সংখ্যা মাত্রাতিরিক্ত হলে তা পরিবেশ সুরক্ষার জন্য হুমকি তো বটেই।”

সেন্টমার্টিন দ্বীপের কয়েক হাজার কুকুর রাতে সাগরের বিশাল বালুচরে বিচরণ করে জানিয়ে পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা আরও বলেন, “কুকুরের উৎপাতে সাগর থেকে মা কচ্ছপদের ডিম পাড়তে বালুচরে আসা কমে গেছে। মা কচ্ছপ সাগরে থেকে সৈকতে আসলেই কুকুরের দল হামলে পড়ে। এমনকি সৈকতের কোনো স্থানে ডিম পাড়লে সে ডিম খেয়ে ফেলে কুকুর।”

স্থানীয় সূত্র জানায়, টেকনাফ উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সেন্টমার্টিন থেকে ২ হাজার কুকুরকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপের ঘোলারচরে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিল। সিদ্ধান্ত অনুযায়ি  গত বছরের মার্চে সেন্টমার্টিন থেকে ৩৬টি কুকুর আটক করে খাঁচায় রাখার পর পরিবেশবাদী বেশ কয়েকটি সংগঠন এর বিরোধীতা করে। এর ফলে কুকুরের স্থানান্তর কার্যক্রম বন্ধ হয়ে যায়। 

এ বিষয়ে পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল হক গণমাধ্যমকে বলেন, “২০১৯ সালের প্রাণীকল্যাণ আইন অনুযায়ী, কোনো মালিকবিহীন প্রাণী হত্যা বা অপসারণ করা দণ্ডনীয় অপরাধ। এই আইনের কারণে রাষ্ট্রের কোনো নাগরিক তো বটেই প্রশাসনও কুকুর নিধন কিংবা অপসারণ করতে পারে না।”

তবে অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপ-পরিচালক হাফিজুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, প্রকল্পের কর্ম পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন কমিটির আগামী সভায় সেন্টমার্টিনে কয়েক হাজার কুকুরের অবস্থান বিষয়ে ও আলোচনা হবে এবং সিদ্ধান্ত নেওয়া হবে।

Link copied!