বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, চাল-ডাল-তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর উর্ধ্বগতির প্রতিবাদে ও ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১১ মার্চ সারাদেশের মহানগর ও জেলা পর্যায়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ঐদিন মহানগর ও জেলায় জেলায় মানববন্ধনের ঘোষণা দিয়েছে দলটি।
শনিবার (৪ মার্চ) বিদ্যুৎ-গ্যাস-চাল-ডাল-আটা-তেল-লবণ-চিনিসহ নিত্যপণ্যের দাম কমানো, বেগম খালেদা জিয়াসহ অন্যায় কারাবন্দিদের মুক্তি, জনদুর্ভোগ সৃষ্টিকারী গণবিরোধী সরকারের পদত্যাগ, দলনিরপেক্ষ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ দশ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির পদযাত্রায় এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পদযাত্রার এ কর্মসূচি ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে একে একে জড়ো হন নেতাকর্মীরা। দুপুর ২টার পরে শুরু হয় এ কর্মসূচি। উল্লেখিত দাবি আদায়ে শক্ত ভূমিকা পালনের কথাও জানান তারা।
এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে উত্তরায় পদযাত্রা করেছে সংগঠনটির নেতাকর্মীরা। এর আগেই নেতাকর্মীরা প্ল্যাকার্ড ব্যানার হাতে জড়ো হন উত্তরায়।