১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলব

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৩, ২০২১, ১০:৪৮ এএম

১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলব

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১ জন সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। রবিবার (১২ সেপ্টেম্বর) এই সংক্রান্ত একটি চিঠি বিভিন্ন ব্যাংকের শাখা প্রধানদের কাছে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য (হিসাব খোলার ফর্ম, কেওয়াইসি, ট্রানজেকশন প্রোফাইল, শুরু থেকে হালনাগাদ লেনদেনের বিবরনী) নির্দিষ্ট একটি ফর্মে পূরণ করে পাঠাতে বলা হয়েছে।

ব্যাংক হিসাব তলব করা সাংবাদিক নেতাদের মধ্যে রয়েছেন জাতীয় প্রেসক্লাবের ২০২১-২২ মেয়াদে ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান। ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) (বিএনপি সমর্থিত) সভাপতি আব্দুল কাদের গণি চৌধুরী ও সাধারণ সম্পদক মো. শহিদুল ইসলাম। ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)  (আওয়ামী লীগ সমর্থিত) সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) (বিএনপি সমর্থিত) সভাপতি এম আবদুল্লাহ মহাসচিব নুরুল আমিন রোকন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) (আওয়ামী লীগ সমর্থিত) সভাপতি মোল্লা জালাল ও ভারপ্রাপ্ত মহাসচিব আব্দুল মজিদ। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি পদে মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক পদে মসিউর রহমান খান।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, ‘বাংলাদেশের নাগরিকদের ব্যাংক হিসাব তলবের এখতিয়ার কেন্দ্রীয় ব্যাংকের রয়েছে। তাই সিডিউল কাজ হিসেবে এমনটা করা হয়েছে। শুধু বর্তমান নয় অতীতেও কি পরিমান লেনদেন হয়েছে এ বিষয়টিও যাচাই করা হবে।’

চিঠিতে বলা হয়, উল্লেখিত ব্যক্তিরা ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে কোনও হিসাব অতীতে অথবা বর্তমানে পরিচালিত হয়ে থাকলে সেসব হিসাবের যাবতীয় তথ্য জরুরি ভিত্তিতে আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে বিবরণীর শুধু সফটকপি পাঠাতে হবে। একইসঙ্গে এই সাংবাদিক নেতাদের নামে কোনও হিসাব অতীতে অথবা বর্তমানে পরিচালিত হয়ে থাকলে, তা-ও জানাতে বলা হয়েছে।

Link copied!