১২টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (গুলশান) বিভাগের ‘সংঘবদ্ধ অপরাধ গাড়ী চুরি প্রতিরোধ টিম’।
মঙ্গলবার (২৩ মে) ঢাকা মহানগর এলাকায় ও হবিগঞ্জ জেলায় বিশেষ অভিযান পরিচালনা করে মো: জাকারিয়া হোসেন হৃদয়কে (২৫) গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত ১০ মে ডিএমপির ভাটারা থানার ১টি চুরির মামলা ছায়া তদন্তকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাই মোটরসাইকেল উদ্ধার ও চোরদের গ্রেফতার করার জন্য হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর থানা হতে মোঃ জাকারিয়া হোসেন হৃদয়কে আটক করে পুলিশ। তার তথ্যের ভিত্তিতে ১২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
মোটরসাইকেল চোররা সংঘবদ্ধভাবে রাজধানী ঢাকা, গাজীপুর, নরসিংদী, নাসিরনগর, হবিগঞ্জ, মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন স্থান হতে প্রতি সপ্তাহে ২ থেকে ৩টি মোটরসাইকেল চুরি করে এবং হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর থানার লোকরা বাজারে ‘বন্ধু মটরস’ গ্যারেজে বিক্রি করে। গ্যারেজের মালিক মোহন (পলাতক) ও ধৃত আসামি হৃদয় চোরাই মোটরসাইকেলগুলো ২৫ হাজার থেকে ৩০ হাজার টাকা দরে কিনে নেয়। গ্যারেজে যন্ত্রপাতি পরিবর্তন এবং চ্যাসিস নম্বর ও ইঞ্জিন নম্বর পাঞ্চ করে ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকায় বিক্রি করে।
এই চক্রের সদস্যদের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মোটরসাইকেল চুরি মামলা রয়েছে।