জুলাই ১২, ২০২৩, ০৩:৪৯ পিএম
ঢাকায় চলছে আওয়ামী লীগের শান্তি সমাবেশ। সমাবেশে ১৫ হাজার নেতাকর্মী ও ২০ মণ খিচুড়ি নিয়ে অংশ নিচ্ছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলম।
২৮০টি বাস এবং মাইক্রোবাস ও প্রাইভেট কারের বিশাল বহর নিয়ে নগরীর ৯টি সাংগঠনিক থানার ৫৭টি ওয়ার্ড থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন তিনি।
বুধবার (১২ জুলাই) বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে ‘শান্তি সমাবেশ’ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
শান্তি সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীদের জন্য দুপুরের খাবার হিসেবে খিচুড়ি নিয়ে আসছেন এই বহিস্কৃত সাবেক মেয়র। এ জন্য ছয়টি বিশাল আকারের গরু জবাই করে ২০ মণ চালের খিচুড়ি রান্না করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টা থেকে জাহাঙ্গীর আলমের বাসার আঙিনায় ১৫ জন সহকারী বাবুর্চির সহায়তা নিয়ে সাতজন বাবুর্চি এই খিচুড়ি রান্না করেন।
বুধবার সকাল থেকে ২০০ জন কর্মী খিচুড়ি প্যাকেট করে ১০ হাজার প্যাকেট খিচুড়ি ও ২০ হাজার পানির বোতল নিয়ে ৭টি ট্রাকে করে বেলা ১২টায় ঢাকার উদ্দেশে বিশাল গাড়ির বহর নিয়ে যাত্রা শুরু করেন।
এদিকে একই দিনে দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপি। নয়াপল্টনের সমাবেশ থেকে সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের এক দফা দাবিতে জোটভুক্ত ও সমমনা দল নিয়ে বিএনপি ঘোষণা দেবে বলে জানা গেছে।
এই সমাবেশের দিনই ঢাকায় আওয়ামী লীগের সমাবেশ মহানগর কমিটির ব্যানারে পালিত হচ্ছে সমাবেশ।