২০২২ সালে সড়ক দুর্ঘটনা বেড়েছে ২৯ শতাংশ

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৪, ২০২৩, ১২:১৪ পিএম

২০২২ সালে সড়ক দুর্ঘটনা বেড়েছে ২৯ শতাংশ

২০২২ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ৭০২৪টি দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নিরাপদ সড়ক চাই-এর (নিসচা) চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

বুধবার (৪ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

ইলিয়াস কাঞ্চন জানান, ২০২১ সালের মোট দুর্ঘটনা থেকে ২৯ শতাংশ বেশি সড়ক দুর্ঘটনা ২০২২ সালে ঘটেছে। একই সময়ে এ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৮১০৪ জনের ও আহত হয়েছে ৯৭৮৩ জন।

সংবাদ সম্মলনে সড়ক দুর্ঘটনা রোধে সুপারিশমালা তুলে ধরে ইলিয়াস কাঞ্চন বলেন, সুষ্ঠু ব্যবস্থাপনা ও মনিটরিংয়ের অভাব, টাস্কফোর্স কর্তৃক প্রদত্ত ১১১টি সুপারিশনামা বাস্তবায়ন না হওয়া, চালকদের মধ্যে প্রতিযোগিতা ও বেপরোয়াভাবে গাড়ি চালানোর প্রবণতা, চুক্তিভিত্তিক গাড়ি চালনা, লাইসেন্সবিহীন চালক নিয়োগই এসব দুর্ঘটনার কারণ। 

এছাড়াও সকল ধরনের যানবাহনে অশিক্ষিত ও অদক্ষ চালক, রাজনৈতিক সদিচ্ছার অভাব, সড়ক পরিবহন আইন- ২০১৮ পুরোপুরি বাস্তবায়ন না হওয়া সড়ক দুর্ঘটনার মূল কারণ বলে চিহ্নিত করেছে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- নিসচার ভাইস চেয়ারম্যান সৈয়দ এহসানুল হক কামাল, মহাসচিব লিটন এরশাদ, উপদেষ্টা মো. হামিদ, ড. আইয়ুবুর রহমান খান, ব্র্যাকের প্রোগ্রাম ম্যানেজার এম খালিদ মাহমুদ, জিএইচএআই এর কান্ট্রি কোর্ডিনেটর ড. শরীফুল আলম, সিআইপিআরবি এর ডিরেক্টর ড. সেলিম মাহমুদ চৌধুরী প্রমুখ

Link copied!