সারাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছরের সর্বোচ্চ ১৯৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১৯৪ জন ঢাকার হাসপাতালে ও দুই জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
গত বৃহস্পতিবার সারাদেশে মোট ১৯৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তাদের মধ্যে ১৮১ জন ছিলেন ঢাকায়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ নিয়ে এ বছর মোট দুই হাজার ৬৫৮ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের মধ্যে মাত্র ৭৫ জন ঢাকার বাইরের ও বাকিরা ঢাকার।
এর মধ্যে, চলতি মাসেই এক হাজার ৮৯৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। জুন মাসে ২৭২ জন শনাক্ত হয়েছিল। মে মাসে ডেঙ্গুতে আক্রান্ত রোগী ছিল ৪৩ জন।
বর্তমানে ৭৭৭ জন ডেঙ্গু রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ঢাকার বাইরে ৩০ জন রোগী চিকিৎসাধীন আছেন।
গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে ডেঙ্গু রোগীর সংখ্যা পাঁচ গুণ বেশি। সামনের দিনগুলোতে ডেঙ্গুর ভয়াবহতা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে জুন থেকে জুলাই পর্যন্ত একটি জরিপ প্রকাশ করেছে। সেখানে তারা বলেছে, আগস্ট ডেঙ্গুর সবচেয়ে ভয়ের মাস। সে সময় এর প্রকোপ বাড়বে। এই মুহূর্তে কোনও হাসপাতালে বেড খালি নেই।