২৫ জানুয়ারি থেকে পল্লবী স্টেশনে থামবে মেট্রোরেল

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৯, ২০২৩, ০৬:৫০ পিএম

২৫ জানুয়ারি থেকে পল্লবী স্টেশনে থামবে মেট্রোরেল

আগামী ২৫ জানুয়ারি থেকে রাজধানীর পল্লবী স্টেশনে থামবে মেট্রোরেল। এমআরটি লাইন-৬ এর পল্লবী স্টেশনটি ওইদিন থেকে সর্বসাধারণের জন্য খোলা হবে।

সোমবার দুপুরে এ তথ্য জানান ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক।

তিনি বলেন, 'মেট্রোরেলের সময়সূচিতেও সামান্য পরিবর্তন আনা হবে। সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে মেট্রোরেল।'

এছাড়াও, মেট্রোরেলে বর্তমানে প্রতি ট্রিপে ২০০ জন যাত্রী চলাচল করলেও, যাত্রী সংখ্যার ওপর বিধিনিষেধ শিথিল করার চেষ্টা চলছে।

এম এন সিদ্দিক জানান, মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে মেট্রোরেল চলবে সকাল ৮টার পরিবর্তে সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। তবে গেট খোলা হবে ৮টা থেকে আর বন্ধ হবে ১২টায়।

Link copied!