মৃদু শৈত্যপ্রবাহের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। চট্টগ্রামের চার জেলা, সিলেট এবং ময়মনসিংহ বিভাগের দুই এক জায়গায় হালকা বৃষ্টিপাতের আভাস রয়েছে। এই সময়ে তাপমাত্রা বাড়তে পারে। আর তাপমাত্রা বাড়লে শৈত্যপ্রবাহ কেটে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে, পৌষ মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে শীতের তীব্রতা বেড়েছে। সোমবার (২০ ডিসেম্বর) দেশের উত্তর ও মধ্যাঞ্চলের দশ জেলার কোথাও মাঝারি আবার কোথাও মৃদ শৈত্যপ্রবাহ বয়ে গেছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) দেশের চার জেলায় বয়ে যাচ্ছে মৃদ শৈত্যপ্রবাহ।
আবহাওয়া অধিদফতর বলছে, বুধবার (২২ ডিসেম্বর) থেকে দিন এবং রাতের তাপমাত্রা বাড়বে।ফলে শৈত্যপ্রবাহ আপাতত বিদায় নিচ্ছে। তবে জানুয়ারিতে আরেক দফা শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাসও রয়েছে।
আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি জেলাসহ সিলেট ও ময়মনসিংহ বিভাগের দুই এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এ সময় দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।