জুন ২৮, ২০২৩, ১২:০৫ পিএম
যানজটের চাপে চিড়েচ্যাপ্টা এখন ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক। আজ বুধবার এই সড়কটি ঈদে ঘরে ফেরা মানুষের চাপে রয়েছে। এদিন সকাল থেকেই মহাসড়কটিতে কমপক্ষে ৪০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। ভোর ৪টা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে টাঙ্গাইলের সদর উপজেলার বাঐখোলা পর্যন্ত যট ছাড়িয়ে গেছে।
মহাসড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা ও স্থানীয়রা জানান, বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ের সংলগ্ন মহাসড়কের কাজ এখনো চলমান। এতে এখানে ১৫ কিলোমিটার এমনিতেই যান চলাচল ধীর গতির। এ ছাড়া ঈদে যানবাহনের সংখ্যা বৃদ্ধি, সেতুর ওপরে দুর্ঘটনা, গাড়ি বিকল হওয়া, দফায় দফায় টোল আদায় বন্ধ এবং চালকদের বেপরোয়াভাবে গাড়ি চালানোও দায়ি।
মহাসড়কে যানজটের কারণে বিপাকে পড়েছে ঘরমুখী মানুষজন। বিশেষ করে যারা বাস না পেয়ে খোলা ট্রাক ও পিকআপে চেপে বাড়ি ফিরছেন, থেমে থেমে বৃষ্টির কারণে তারা দুর্ভোগে পড়েছেন।
বুধবার ভোরে বঙ্গবন্ধু সেতুর ওপর দুটি গাড়ির সংঘর্ষ ও একটি পিকআপ বিকল হয়ে যায়। বিকল গাড়িটি সরিয়ে নিতে কমপক্ষে এক ঘণ্টা সময় লাগে। এতে ভোর ৪টা ১৫ থেকে ৪টা ৫৩ মিনিট পর্যন্ত টোল আদায়ও বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এর আগেও কয়েকবার টোল আদায় বন্ধ রাখা হয় নানা কারণে। এতে যানজট শুরু হয় মহাসড়কে।
এলেঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান সাংবাদিকদের বলেন, সেতুর ওপর ও মহাসড়কে দুর্ঘটনার কারণে যানজট শুরু হয়। গাড়ি চলাচল আবার শুরু হয়েছে, আশা করি দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।