এপ্রিল ১৭, ২০২২, ০২:০১ পিএম
লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের বাসের সুপারভাইজার রিয়াদ হোসেন লিটন (৩৭) হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসামির নাম ইউসুফ ভুঁইয়া (২৫)।
রাজধানীর মালিবাগে আজ রবিবার সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।
সংবাদ সম্মেলনে মুক্তা ধর বলেন, “রিয়াদ বেকার ছিলেন। বাসটির আগের সুপারভাইজার শিপন ছুটিতে যাবেন বলে তার জায়গায় রিয়াদকে নেওয়া হয়। ঘটনার দিন বিকেলেই রিয়াদ ইকোনো সার্ভিস বাসে সুপারভাইজার হিসেবে কাজে যোগ দেন। এ জন্য তিনি ঢাকা থেকে লক্ষ্মীপুরে যান।”
তিনি আরও বলেন, “লক্ষ্মীপুরে যাওয়ার পর বাসের সুপারভাইজার হিসেবে কাজের জন্য রিয়াদ দৈনিক ৪০০ টাকা মজুরি চান। তখন বাসের চালক নাহিদ ও তার সহকারী ইউসুফ বলেন, প্রথম দিন কোনো মজুরি দেওয়া হয় না। পরের দিন থেকে মজুরি দেওয়া হবে। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে রিয়াদের মাথায় লোহা দিয়ে আঘাত করেন ইউসুফ। এতে তিনি বাসের ভেতরেই মারা যান।”
উল্লেখ্য, নিহত রিয়াদ হোসেন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার মোহাম্মদনগর (দক্ষিণ পালের বাড়ি) গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে। গত ৯ এপ্রিল রাতে লক্ষ্মীপুর সদর থানার ঝুমুর মোড়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ইকোনো সার্ভিস নামের একটি বাসের ভেতর থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই বাসের সুপারভাইজার ছিলেন।