৫১ মামলার আসামি সেই নারী ফের গ্রেপ্তার

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৮, ২০২১, ০৩:৫৬ পিএম

৫১ মামলার আসামি সেই নারী ফের গ্রেপ্তার

গ্রেপ্তার হয়েছেন শতাধিক বার, তার নামে জেলার বিভিন্ন থানায় ৫১ টি মামলা হয়েছে, মামলায় বিভিন্ন মেয়াদে জেল খেটেছেন ১০ বছর।

শিপ্রা বেগম, ৬০ বছর বয়সী এই নারী চুয়াডাঙ্গার শীর্ষ মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) চুয়াডাঙ্গার বুদ্ধিমান পাড়া থেকে গ্রেপ্তার  করা হয় তাকে।

চুয়াডাঙ্গা থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, শিপ্রা বেগমের তার বিরুদ্ধে ৫১টি মামলা রয়েছে। এর মধ্যে চারটি মামলায় বিভিন্ন মেয়াদে সাজাও হয়েছে। তার স্বামী-সন্তানও মাদক কারবারি। স্বামী মারা গেলেও তার সন্তান আলী হোসেন (৪০) মাদক মামলায় ৩২ বছরের সাজা খাটছেন।

পুলিশ আরও জানিয়েছে, শিপ্রা বেগম প্রথমে সীমান্ত এলাকায় বিভিন্ন পণ্য চোরাচালান করতেন। পরে মাদক ব্যবসায় যুক্ত হন। ১৯৯১ সালে সর্বপ্রথম তার বিরুদ্ধে মামলা করা হয়। এরপর এই ৩০ বছরে ৫১টি মাদকের মামলা করা হয় তার বিরুদ্ধে। গ্রেপ্তার হন শতাধিকবার। বিভিন্ন মেয়াদে সাজাও হয়েছে চার মামলায়।

শিপ্রার স্বামী বাবুল মারা যান ২০১৫ সালে। তিনিও একাধিক মাদক মামলার আসামি ছিলেন। তার ছেলে আলী হোসেন পাঁচ মামলার আসামি। যার একটিতে ৩২ বছরের সাজা খাটছে ২০১৫ সাল থেকে।

Link copied!