৬০ ফিট লম্বা পতাকা নিয়ে শিক্ষার্থীদের শ্রদ্ধা

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৬, ২০২২, ১০:৩৮ এএম

৬০ ফিট লম্বা পতাকা নিয়ে শিক্ষার্থীদের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে গাজীপুর জেলার রাজেন্দ্রপুরের ইকবাল সিদ্দিকী কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা ৬০ ফিট লম্বা জাতীয় পতাকা প্রদর্শনের মাধ্যমে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা নিবেদন করেছে। শনিবার সকাল পৌনে নয়টার দিকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমে তারা বলেন, “আমি এবারই প্রথম জাতীয় স্মৃতিসৌধে এসেছি। আমরা এখানে কলেজের প্রায় সব শিক্ষার্থীই এসেছি। আমরা বীর শহীদদের সম্মান জানাতে চাই। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে সবার কাছ থেকে আরও ভালোভাবে জানতে চাই। ”

৬০ ফিট লম্বা জাতীয় পতাকা দিয়ে কেন?-এমন প্রশ্নের জবাবে কলেজের অধ্যক্ষ ইকবাল সিদ্দিকী গণমাদ্যমে বলেন, “এই অসাধারণ আইডিয়া আমাদের শিক্ষার্থীদের মাথা থেকেই এসেছি। আমরা কলেজ কর্তৃপক্ষ শুধু তাদের সঙ্গে সমন্বয় করেছি। তরুণদের হাত ধরেই যে বাংলাদেশ তার স্বাধীনতার লক্ষ্যে পৌঁছাতে পারবে এটাই তার উজ্জ্বল দৃষ্টান্ত।”

তিনি আরও বলেন, “ তরুণ শিক্ষার্থীদের স্বাধীনতার ইতিহাস সম্পর্কে জানার যে স্পৃহা সেটা নিবারণে আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

এর আগে, ভোরে ৫টা ৫৫ মিনিটে জাতীয় স্মৃতিসৌধের বেদীতে প্রথমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এসময় তারা সেখানে কিছুক্ষণ নীরবতা পালন করেন।

এরপর জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান। পরে আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সভাপতি হিসেবে আরও একবার শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা।

রাষ্ট্রীয় আয়োজন শেষে স্মৃতিসৌধ খুলে দেওয়া হয় সব শ্রেণি-পেশার মানুষের জন্য। ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে বিনম্র চিত্তে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধে শহীদদের।

Link copied!