৭ মামলায় গাজীপুরের বরখাস্ত মেয়র জাহাঙ্গীরকে জামিন

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২২, ২০২২, ০২:১৮ পিএম

৭ মামলায় গাজীপুরের বরখাস্ত মেয়র জাহাঙ্গীরকে জামিন

মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে দেশের বিভিন্ন জেলায় করা সাতটি মামলায় জামিন পেয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলম।

হাইকোর্টের একটি বেঞ্চ গত ৪ আগস্ট এসব মামলায় তাকে ৬ সপ্তাহের জামিন দেয়।

পঞ্চগড়, রাজবাড়ী, গাজীপুর, নওগাঁ, মাদারীপুর, গোপালগঞ্জ জেলায় দায়ের করা মামলায় তিনি জামিন পেয়েছেন।

গত বছরের সেপ্টেম্বরে গোপনে ধারণ করা মেয়র জাহাঙ্গীর আলমের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জেলার কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করা হয়েছে বলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অভিযোগ করেন।

এর পরিপ্রেক্ষিতে জাহাঙ্গীরকে নভেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেয়া হয়। একই সঙ্গে তার দলের প্রাথমিক সদস্য পদও বাতিল করা হয়।

ওই বছরের ২৫ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগ থেকে জাহাঙ্গীর আলমকে মেয়রের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

পরে দেশের বিভিন্ন স্থানে তার নামে মানহানি ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়।

এসব মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করলে হাইকোর্ট তাকে জামিন দেয়।

Link copied!