আগামী ৭ মার্চ রাজধানীর নয়াপল্টনে সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারাবন্দির দিনে এ সমাবেশ হবে।
ডিএমপির বরাতে জানা যায়, শনিবার সমাবেশে সার্বিক নিরাপত্তা, মাইক ব্যবহারের অনুমতি প্রদানের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ বরাবর (ডিএমপি) চিঠি দিয়েছে দলটি।
বিএনপির কেন্দ্রীয় কমিটির এক নেতা জানান, চলমান মামলা-হামলা-গ্রেফতারসহ বেশকিছু দাবিতে ৭ মার্চ দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারাবন্দির দিবসের ওইদিনই দুপুর ২টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ করা হবে।
এর আগে গত শনিবার (৪ মার্চ) দেশব্যাপী বিএনপি ও সমমনা রাজনৈতিক দলসমূহ পদযাত্রা করেছে। এ পদযাত্রা থেকে ১১ মার্চ সারা দেশে মহানগর ও জেলাপর্যায়ে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়।
বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, চাল-ডাল-তেল, কৃষি উপকরণ, শিক্ষা উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবিতে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। এ কর্মসূচির আগে আবারও নয়াপল্টনে সমাবেশের ডাক দিল বিএনপি।
প্রসঙ্গত, ২০০৭ সালের ৭ই মার্চ ওয়ান ইলেভেনের সময় বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কারারুদ্ধ করেছিল সরকার।