নারায়ণগঞ্জ সিটি করপোরেশন(নাসিক) নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিজেই নির্বাচন মনিটরিং করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম। এসময় তিনি ভোটের ময়দানে আর লাশ না দেখারও আশাবাদ ব্যক্ত করেন।
রবিবার (২ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত প্রার্থীদের সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নাসিক নির্বাচন বিষয়ে মো. রফিকুল ইসলাম বলেন, “আমি নিজে নির্বাচন মনিটরিং করব। এই এলাকার ভোটারদের মধ্যে যেন ক্ষোভের সৃষ্টি না হয়। আপনাদের সহযোগিতা আমার দরকার। আমার জীবনে আমি অনেক লাশ দেখেছি। নির্বাচনকে কেন্দ্র করে আমি আর লাশ দেখতে চাই না। আপনারা মনে করবেন না আমরা উদাসীন। আপনারা আমাদের সহযোগিতা করবেন।”
ইভিএমে একজনের ভোট আরেকজনের দেয়ার সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, “ সেই পথটা হলো, ব্যালট ইস্যুর পর ভোটারকে বাঁধা দিয়ে আরেকজন যদি টিপ দিয়ে দেয়। তবে এমন কেউ করলে প্রমাণসহ আমাদের কাছে জানালে সেই কেন্দ্র প্রয়োজনে বন্ধ করে দেওয়া হবে।”
মতবিনিময় সভায় উপস্থিত জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ইসি কর্মকর্তা ও প্রার্থীদের উদ্দেশ্যে রফিকুল ইসলাম আরও বলেন, “প্রশাসনের কাছে নির্দেশ নির্ধারিত সময়ের আগে বা পরে মাইক দেখলেই ব্যবস্থা নেবেন। প্রয়োজনে সে মাইক জব্দ করে জেলহাজতে পাঠাবেন। আপনারা যদি অ্যাকশন না নেন তাহলে আপনাদেরও আমরা ছাড় দেবো না”।