ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান জানিয়েছেন, এখন থেকে আর সরকারি টাকায় হজ পালন করা যাবে না। চলতি বছর থেকেই এই সুযোগ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশে এ সুযোগ বন্ধ করা হয়েছে।
প্রতিবছরই বঙ্গভবন, গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনীতিক, সাংবাদিক, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শ মানুষকে রাষ্ট্রীয় খরচে পবিত্র হজ পালনের জন্য পাঠানো হয়। এ প্রক্রিয়ায় গত বছরও ২৫৪ জনকে হজে পাঠানো হয়েছিল।
এ বছর থেকে এ সিদ্ধান্তের পরিবর্তন আনা হলো। করোনা-পরবর্তী পরিস্থিতি, চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার মধ্যে এ সিদ্ধান্ত প্রতিবছর সরকারের অন্তত ৩০ থেকে ৪০ কোটি টাকা বাঁচিয়ে দিবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
রাষ্ট্রীয় খরচে হজযাত্রী পাঠানোর বিষয়টি বিদ্যমান হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালাতেই আছে। এই বিধিমালার ২৪ (১) ধারায় বলা হয়েছে, ‘সরকার প্রয়োজনীয়সংখ্যক অসচ্ছল ব্যক্তিকে হজ করিবার উদ্দেশ্যে আর্থিক সহযোগিতা প্রদান করিতে পারিবে। পরিবেশ-পরিস্থিতি বিবেচনায় সরকার এই সহযোগিতার পরিমাণ নির্ধারণ করিতে পারিবে।’ এর ভিত্তিতেই কয়েক দশক ধরে প্রতিবছরই কয়েক শ মানুষ রাষ্ট্রীয় খরচে হজে যাচ্ছেন।
তবে হজ ব্যবস্থাপনা বিধিমালায় অসচ্ছল মুসলমানদের এই সুযোগ দেওয়ার বিধান থাকলেও অসচ্ছলরা সুযোগ পান খুবই কম। মূলত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনীতিক, সাংবাদিক, মসজিদের ইমামসহ কিছু মানুষ প্রতিবছর সরকারি খরচে হজে যান। চলতি বছরও রাষ্ট্রীয় খরচে হজে যেতে ৫ হাজারের বেশি আবেদন জমা পড়েছিল মন্ত্রণালয়ে। এদের মধ্যে মন্ত্রী, সংসদ সদস্য, সচিব ও তাঁদের গানম্যান, পদস্থ সরকারি কর্মকর্তা, ক্ষমতাসীন দল ও সহযোগী সংগঠনের নেতা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন।
এমনকি রাষ্ট্রীয় খরচে নিজেদের পছন্দমতো লোক পাঠানোর কোটা দাবি করেছিলেন ধর্ম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সদস্যরা। নিজ সুপারিশে অন্তত দুজন করে হজে পাঠানোর সুযোগ চেয়েছিলেন তারা।