ইউক্রেনে রকেট হামলায় ক্ষতিগ্রস্ত পুঁজিবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ‘এমভি বাংলার সমৃদ্ধি’ নামের জাহাজটি পরিত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ। রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্র জানায়, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের অলিভিয়া বন্দরে পৌঁছায় ‘এম ভি বাংলার সমৃদ্ধি’ জাহাজটি। ওই দিনই দেশটিতে রাশিয়ার হামলা শুরু হলে বন্দরের সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে জাহাজে আটকা পড়েন ক্যাপ্টেন জি এম নুর ই আলম, চিফ ইঞ্জিনিয়ার ওমর ফারুকসহ ২৯ বাংলাদেশি নাবিক।
ইউক্রেনে হামলা শুরুর সপ্তম দিনে ‘এম ভি বাংলার সমৃদ্ধি’ জাহাজটিতে রকেট হামলা চলে। এতে ক্ষতিগ্রস্ত হয় জাহাজটি।
গত ২ মার্চ স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টার দিকে) জাহাজটি হামলার কবলে পড়লে আগুন ধরে যায়। তবে সবার পরিশ্রমে আগুন নেভানো সম্ভব হয়। রকেট হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত মারা যান। বর্তমানে জাহাজটি বিমা নীতির অধীনে আছে। ২০১৮ সালে বিএসসি’র বহরে যুক্ত হয় সমুদ্রগামী ‘এম ভি বাংলার সমৃদ্ধি’।